Elephant Attack

হাতির হানায় চাঞ্চল্য খেরকাটা বিট অফিসে

জেলা

সোমবার গভীর রাতে প্রায় ২৫টি বুনো হাতির একটি পাল ঢুকে পড়ে অফিস প্রাঙ্গণে। রাতভর চলে হাতিদের দাপাদাপি। ফলে আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় বনকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের।
জানা গেছে, ঘটনাকালে বনকর্মীরা ব্যস্ত ছিলেন অন্যত্র একটি হাতিকে জঙ্গলে ফেরানোর কাজে। সেই সুযোগেই পালটি ঢুকে পড়ে অফিস প্রাঙ্গণে। সৌর বিদ্যুতের হাইমাস্ট লাইট জ্বলছিল তবু বিন্দুমাত্র ভয় না পেয়ে ঘোরাফেরা করে হাতির দল। কয়েকটি হাতি ঢুকে পড়ে অফিস লাগোয়া কোয়ার্টার ও কমিউনিটি হলে। আতঙ্কিত হয়ে পড়েন বনকর্মীদের পরিবারের সদস্যরা। পরে বনকর্মীরা এসে পটকা ফাটিয়ে হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠান। ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল জানিয়েছেন, সৌভাগ্যক্রমে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে খেরকাটা এলাকায় চিতাবাঘ আতঙ্কও অব্যাহত। ইতিমধ্যেই সাতটি খাঁচা বসানো হলেও এখনও ধরা পড়েনি চিতাবাঘটি। 
উল্লেখ্য, গত ১৬ই সেপ্টেম্বর চিতাবাঘের আক্রমণে প্রাণ হারিয়েছিল অস্মিত রায় নামে এক নাবালক। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতি ও চিতাবাঘ—দুই দিকেই সমান সতর্ক নজর রাখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment