elephants

হাতি গণনা ভারতে, পশ্চিমবঙ্গে ৭০৭টি হাতি

জাতীয়

চলতি বছরের আগস্টে একটি হাতি গণনা অনুসারে ভারতের বর্তমান হাতির সংখ্যা ২২৪৪৬ টি। রিপোর্টে বলা হয়েছে হাতি সংরক্ষণের জন্য স্থানীয় মানুষের সাহায্য গুরুত্বপূর্ণ। ভারতে প্রথমবারের মতো ডিএনএ-ভিত্তিক মার্ক-রিক্যাপচার পদ্ধতি ব্যবহার করে এই গণনা হয়েছে। 
এই গণনায় হাতির জনসংখ্যা মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে তাদের বাসস্থান অনুযায়ী। ১) পশ্চিমঘাট পর্বতমালা, ২) মধ্য ভারত ও পূর্বঘাট পর্বতমালা, ৩) শিবালিক পাহাড় ও গাঙ্গেয় উপত্যকা এবং ৪) উত্তরপূর্ব ভারতের পাহাড় এবং ব্রহ্মপুত্র উপত্যকা।
রাজ্যভিত্তিক হাতির সংখ্যায় প্রথমে রয়েছে কর্ণাটক। সেখানে হাতির মোট সংখ্যা ৬,০১৩। দ্বিতীয় স্থানে রয়েছে আসাম। সেখানে রয়েছে ৪১৫৯টি হাতি। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে হাতির সংখ্যা ৩,১৩৬টি। এই তালিকায় তামিলনাড়ুর পর রয়েছে কেরালা, উত্তরাখণ্ড। গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গ মোট হাতির সংখ্যা ৭০৭। 

Comments :0

Login to leave a comment