ফের রেললাইনে হাতির মৃত্যু। বুধবার সন্ধ্যায় সেবক ও বাগ্রাকোট স্টেশনের মাঝামাঝি এলাকায় আলিপুরদুয়ার থেকে শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় এক প্রাপ্তবয়স্ক হাতির। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা প্রায় ৭টা ১০ মিনিট নাগাদ দু’টি হাতি হঠাৎই রেললাইনে উঠে আসে। একটি হাতি রেললাইন পার হতে সক্ষম হলেও অন্যটি ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই ট্রেনচালক গাড়ি থামিয়ে দেন এবং রেল কর্তৃপক্ষের পাশাপাশি বন দপ্তরকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল ও বন দপ্তরের আধিকারিকরা। প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি পুনরায় শিয়ালদার উদ্দেশে রওনা দেয়।
বর্তমানে মৃত হাতিটির দেহ ঘটনাস্থলেই রয়েছে। বন দপ্তর সূত্রে খবর, ময়নাতদন্তের পর দেহটি দাহ করা হবে। এ প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, রেল ও বন দপ্তর দুই পক্ষ থেকেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Eliphent death
এক্সপ্রেসে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

×
Comments :0