উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বহুতলে বিস্ফোরণ। পাশের একটি বাড়ির টালির চাল ভেঙে পরে আহত হয়েছে কয়েকজন। সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যাচ্ছে ওই বহুতলের যে অংশে বিস্ফোরণ হয়েছে তা স্থানীয় তৃণমূলের কাউন্সিলার দখল করে রেখেছিলেন।
সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ টিটাগর থানার অন্তর্গত টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে কলাবাগান অঞ্চলে ওই বহুতলের ৫ তলায় বিস্ফোরণ হয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, এই বিস্ফোরণের ফলে বহুতলের পাঁচ তলায় একটি ঘরের অংশ ভেঙে পড়ে। যার জেরে নিচে পাঁচটি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটটি স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আরমান মণ্ডলের। তিনি ওই ফ্লাটটিকে দখল করে রেখেছিলেন। ওই বহুতলের প্রোমোটার অনিল কুমার গুপ্তার অভিযোগ যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মন্ডল লোকসভা ভোটের সময় এই ঘরটি নিয়েছিলেন ভোটের কাজে। তারপর থেকে তিনি আর ঘরের চাবি ফেরত দেননি। কিন্তু সেই অভিযোগ মানতে চাননি কাউন্সিলর। তিনি বলেন যে তার নামে মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে। এই ঘটনার তদন্ত করছে টিটাগর থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। প্রাথমিক ভাবে জানা গেছে দাহ্য পদার্থ মজুত ছিল তার থেকেই বিস্ফোরণ হয়েছে।
Comments :0