BENGAL CORRUPTION FM

আবাস, রেগায় বেনিয়ম পশ্চিমবঙ্গে: সংসদে সীতারামন

জাতীয়

টাকা না দেওয়ার সুযোগ খোঁজে কেন্দ্র। সুযোগ সরবরাহের দায়িত্ব পালন করছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। এ রাজ্যের আবাস যোজনা এবং রেগার কাজে গরমিলের উল্লেখ ভরা সংসদে করলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রুী নির্মলা সীতারামন। 

সীতারামন এদিন বলেছেন, ‘‘কেন্দ্রীয় দল দেখেছে রেগার কাজের হিসাবে গুরুতর গরমিল রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজেও বড় বেনিয়মের খোঁজ পাওয়া গিয়েছে।’’ 

কেন্দ্রীয় অর্থ মন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকারকে দুই প্রকল্পেরই বিশদ জানিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘‘রাজ্যের মানুষ তো ভুগছেনই। তার ওপর সারা দেশের কাছে রাজ্যের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে তৃণমূল সরকার।’’ 

রেগার মজুরি প্রায় এক বছর ধরে বন্ধ রাজ্যে। দুর্নীতির অভিযোগ তুলে টাকা দিচ্ছে না কেন্দ্র। সর্বত্র দুর্নীতিতে অভ্যস্ত তৃণমূল কংগ্রেস হিসেবও দিতে পারছে না। আবাস যোজনার বেনিয়মে রাজ্যজুড়ে ক্ষোভের মুখে প্রশাসন এবং সরকার। 

এদিন সংসদে সেই সুযোগের ব্যবহার করেছেন সীতারামন। কেন্দ্র বেনিয়মের অভিযোগ তুলে টাকা বন্ধ রাখায় শাস্তি পাচ্ছেন গরিব শ্রমজীবী মানুষ। 

Comments :0

Login to leave a comment