প্রয়াত হলেন বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় আম্পায়ার ডিকি বার্ড। তাঁর বয়স হয়েছিল ৯২। মঙ্গলবার ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি জারি করে বলেছে যে "ক্রিকেটের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বদের একজন" বার্ড বাড়িতে মারা গেছেন।
ইংল্যান্ডের এই প্রাক্তন আম্পায়ার ১৯৯৬ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট দিয়ে আন্তর্জাতিক দায়িত্ব থেকে অবসর নেন বার্ড। তিনি ৬৬টি টেস্ট এবং ৭৬টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। তিনটি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করেছেন তিনি। ১৯৯৮ সালে হেডিংলেতে ইয়র্কশায়ার বনাম ওয়ারউইকশায়ারের ম্যাচ ছিল তাঁর আম্পায়ার হিসাবে শেষ দায়িত্ব।
খেলোয়াড়ি জীবন তিনি লেস্টারশায়ারের হয়েও খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট। মোট ৯৩টি ম্যাচে করেছেন দুটি শতরান। চোটের কারণে খেলোয়াড়ি জীবন বেশিদিন স্থায়ী হয়নি। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।
শেষে কিছু দিন কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর শেষ টেস্ট ম্যাচ ১৯৯৬ সালের লর্ডসে যেটি সৌরভ গাঙ্গুলীর অভিষেক টেস্ট ম্যাচ ছিল। ২০১৪ সালে তাঁকে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সভাপতি মনোনীত করা হয়।
Comments :0