GENERAL KNOWLEDGE / TAPAN KUMAR BAIRAGYA / Volcano eruption - Lava Russian volcano / NATUNPATA / 5 DECEMBER 2025 / 3rd YEAR

জানা অজানা / তপন কুমার বৈরাগ্য / পৃথিবীর সবচেয়ে চিত্তাকর্ষক ও বিপজ্জনক বস্তু / নতুনপাতা / ৫ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

GENERAL KNOWLEDGE  TAPAN KUMAR BAIRAGYA  Volcano eruption - Lava Russian volcano  NATUNPATA  5 DECEMBER 2025  3rd YEAR

জানা অজানা

নতুনপাতা

পৃথিবীর সবচেয়ে চিত্তাকর্ষক ও বিপজ্জনক বস্তু
তপন কুমার বৈরাগ্য

২৮ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

পৃথিবীতে কতো না আশ্চর্যজনক বস্তু আছে।সবচেয়ে চিত্তাকর্ষক ও বিপজ্জনক বস্তু হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি।আগ্নেয়গিরিকে তিনটে
শ্রেণিতে ভাগ করা হয়।সক্রিয়,নিষ্ক্রিয় এবং মৃত আগ্নেয়েগিরি।পৃথিবীর ৭০%আগ্নেয়গিরি প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে অবস্থিত।
পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি মার্কিণ যুক্তরাষ্ট্রে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের হাওয়াই রাজ্যে হাওয়াই বলে একটা দ্বীপ আছে।সেই দ্বীপে আছে মৌনালোয়া আগ্নেয়গিরি। পৃথিবীর প্রধান প্রধান সক্রিয় আগ্নেয়গিরিগুলোহলো মার্কিণ যুক্তরাষ্ট্রের কিলাউয়া,ইতালির এটনা,আন্টার্কটিকার মাউন্ট এরেবাস।এই আগ্নেয়গিরিগুলোতে যখন বিস্ফোরণ হয়
তখন নানা রঙে সেজে ওঠে।পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরভাবে এবং বিপজ্জনকভাবে সেজে ওঠে মৌনালোয়া আগ্নেয়গিরি।বিরাট ফাটলের
সৃষ্টির জন্য জ্বলন্ত  ,লাভা,ছাই,গ্যাস পাথর সজোরে বেড়িয়ে আসে। চারিদিক লাল টকটকে হয়ে ওঠে এবং তারপর তা নানা রঙে পরিণত হয়।
মৌনালোয়া আগ্নেয়গিরি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৬৯ মিটার উঁচু।বিশ্বের সবচেয়ে উচ্চতম আগ্নেয়গিরি এবং সবচেয়ে বৃহত্তম আগ্নেয়গিরি।
১৮৪৩খ্রিস্টাব্দে এই আগ্নেয়গিরি একবছরে প্রায় ৩৫ বার সক্রিয় হয়ে ওঠে।শুধু সক্রিয়ই হয়ে ওঠেনি--ভয়ঙ্করভাবে চিত্তাকর্ষক ও বিপজ্জনক
হয়ে ওঠে।যা কোনো সক্রিয় আগ্নেয়গিরির ক্ষেত্রে আজ পর্যন্ত দেখা যায় নি। মৌনালোয়া ৭০০০০০ বছর ধরে বিস্ফোরিত হয়ে চলেছে।যা সত্যিই দুর্লভ।
মৌনালোয়া আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে প্রশান্ত মহাসাগর থেকেই সৃষ্টি হয়েছে।সেই হিসাবে বলা যায় মৌনালোয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন
সক্রিয় আগ্নেয়গিরি। সাম্প্রতিককালে মৌনালোয়ায় যে বিস্ফোরণ ঘটে২০২২ খ্রিস্টাব্দের ২৭শে নভেম্বর। হাওয়াই দ্বীপের মানুষেরা এই চিত্তাকর্ষক এবং ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকে।সকলেই একবাক্যে স্বীকার করেছেন এই দৃশ্য দেখা যায় শতবর্ষের সাধনার ফলে। 
 

Comments :0

Login to leave a comment