Ho Chi Minh

হো চি মিনের জন্মদিন আজ

আন্তর্জাতিক

 ভিয়েতনামের মুক্তি সংগ্রামের নেতা কমরেড হো চি মিনের ১৩৬ তম জন্মদিবস পালিত হবে সোমবার। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের এই মহান নেতাকে শ্রদ্ধায় স্মরণ করা হবে সাম্রাজ্যবাদ বিরোধী এবং বামপন্থী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সোমবার কলকাতায় জওহরলাল নেহরু রোডের ধারে ইলিয়ট পার্ক সংলগ্ন হো চি মিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপনও করবেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। 
ইন্দো ভিয়েতনাম সলিডারিটি কমিটির পক্ষ থেকেও দিনটি উদ্‌যাপন করা হবে যথাযথ মর্যাদায়, এতে অংশ নেবেন কমিটির চেয়ারম্যান মহম্মদ সেলিম ও অন্যান্যরা। ১৮৯০ সালের ১৯মে জন্ম হো চি মিনের, তাঁর প্রকৃত নাম নগুয়েন সিন কান হলেও পৃথিবী জুড়ে তিনি হো চি মিন নামেই বিখ্যাত, এটাই তাঁর সবচেয়ে প্রচারিত ছদ্মনাম। তাঁর নেতৃত্বে শুরু হওয়া সংগ্রামেই মার্কিন সাম্রাজ্যবাদকে ভিয়েতনামের মাটি ছাড়তে হয় এবং দুই ভিয়েতনাম যুক্ত হয়। এই বছরই ভিয়েতনামের মুক্তিসংগ্রামের বিজয় এবং দুই ভিয়েতনামের একীকরণের ৫০ বছর পালিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে হো চি মিনের জন্মদিবস বিশেষ মাত্রা সহকারে পালিত হবে এরাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে।  
 

Comments :0

Login to leave a comment