প্রতীম দে ও অরিজিৎ মণ্ডল
পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে হাজরার সভা থেকে। সিবিআই কেন অভিযুক্তদের ধরতে পারছে না? মোদী মমতা সবাই এক।
তামান্নার মা বলেন, আমি একটা পল্লী গ্রাম থেকে এসেছি। আমার মেয়েকে ভালো স্কুলে পড়ানোর জন্য আমার স্বামী অনেক চেষ্টা করেছে। উনি একজন পরিযায়ী শ্রমিক। আমার সেই মেয়েকে মমতার গুন্ডারা খুন করেছে। গোটা রাজ্যে ওরা গুন্ডা তৈরি করেছে। তৃণমূলের অফিস থেকে বোমা এসেছিল সিপিআই(এম) এর লোকদের মারার জন্য। আমার মেয়ে দেশের পতাকা চিনত। কেন আমার মেয়েকে মেরে দিল ওরা। আমার বিচার চাই। আমার দুটো হাত আমার মেয়ের রক্তে লাল হয়ে গিয়েছিল ওদের জন্য।
তিনি বলেন, অভিযুক্তরা এখনো বাইরে। বিচার না পাওয়া পর্যন্ত তার লড়াই চলবে বলে জানান।
Comments :0