ভারতের ১৮৮ রানের জবাবে ২০ ওভারে ৪ উইকেটে মাত্র ১৬৭ রানে শেষ হয় ওমানের ইনিংস।
ওমানের অধিনায়ক জসবিন্দার সিং ও আমির কালাম ওপেন করেন। জসবিন্দার কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান ৩৩ বলে মাত্র ৩২ রান করে। ওমানের হয়ে সর্বাধিক রান করেন আমির কালাম, ৪৬ বলে ৬৪ রান। হর্ষিত রানার বলে আউট হয়ে যান তিনি।
আজকের ম্যাচে আর্শদীপ সিং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর একশতম উইকেট নেন। এছাড়া কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া ও রানা একটি করে উইকেট নেন।
জসবিন্দার সিং ও আমির কালাম ৫৬ রান করেন ৮.৩ ওভারে, যা ওমনকে একটি সম্মানজনক জায়গায় দাঁড় করিয়ে দেয়। যার ফলে ওমান এই ম্যাচে ১৬৭ রান করতে পারে।
এছাড়াও অধিনায়ক আউট হয়ে যাওয়ার পর আমির কালাম ও হামার মির্জা জুটি ৯২ রান করেন। কিন্তু শেষে ২১ রানের পারাকে হার স্বীকার করে ওমান। আজকের ম্যাচের প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছে সঞ্জু স্যামসন।
তার আগে ওমানের সঙ্গে নিয়ম রক্ষার খেলায় ১৮৮ রান করল ভারত। এশিয়া কাপে এর মধ্যেই ভারত সংযুক্ত আরব আমিরশাহী এবং পাকিস্তানকে হারিয়ে গ্রুপ-এ থেকে সুপার ফোর’র জন্য যোগ্যতা অর্জন করেছে। এছাড়া পাকিস্তানও সুপার ফোর’র যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার টসে জিতে ভারত প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত ন্যায়। অভিষেক শর্মা ও শুভমন গিল ওপেনিং করতে নামেন। অভিষেক শর্মা ১৫ বলে ৩৮ রান করে আউট হয়ে যান। শুভমান গিল ৮ বলে পাঁচ রান করে আউট হয়ে যান। এই ম্যাচে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন সঞ্জু স্যামসন, ৪৫ বলে ৫৬ রান তাঁর।
ওমানের জয়ের জন্য প্রয়োজন ১৮৯ রান। ১ ওভারে ৮ রান করেছে ওমান।
Comments :0