Gaza Aid

সংঘর্ষ বিরতির পরও গাজায় ত্রাণের ট্রাক আটকাচ্ছে ইজরায়েল

আন্তর্জাতিক

স্পেনের বার্সেলোনায় ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘট গাজায় প্যালেস্তিনীয়নদের প্রতি সংহতিতে।

সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইজরায়েল। হামলাও চলাচ্ছে একাধিক এলাকায়। গাজার রাফা সীমান্তে আটকে রয়েছে কয়েকশো ট্রাক। গাজার প্রশাসন বুধবার জানিয়েছে যে এই ভূখণ্ডে আরও ২৫ দেহ মিলেছে গত চব্বিশ ঘন্টায়।
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করেছেন। কিন্তু গত মঙ্গলবারের পর বৃহস্পতিবারও গাজার বাসিন্দাদের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে ইজরায়েলের সেনার বিরুদ্ধে। 
ইজরায়েলের দাবি, হামাস গাজা থেকে কম সংখ্যায় বন্দিদের দেহ পাঠাচ্ছে। বন্দি অথবা দেহ না মিললে ত্রাণের ট্রাক ছাড়া হবে না। হামাস যদিও জানিয়েছে যে বুধবার আরও চারজনের দেহ পাঠানো হয়েছে। 
এদিকে গাজার প্রশাসন জানিয়েছে যে ইজরায়েলের জেল থেকে প্যালেস্তাইনের যে বাসিন্দার দেহ পাঠানো হয়েছে গত দু’দিনে, তাঁদের অনেকের হাত পিছমোড়া করে বাঁধা ছিল। খোলা মাঠে তাঁদের অনেককে হত্যা করা হয়ে থাকতে পারে। 
হামাস-ইজরায়েল যুদ্ধের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো গাজা ভুখন্ড। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে,ধ্বংসস্তূপের নিচে এখনো অবধি বহু গাজাবাসী আটকা পড়ে রয়েছেন, যাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব নয়।  এই দুর্দশার চিত্রের মাঝে এমনকি যুদ্ধবিরতি চলাকালীন সময়েও ইজরায়েল বারংবার গাজার উপর আঘাত হানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার আবারো গাজায় ত্রাণ পাঠানোর উপর বিধিনিষেধ আরোপ করলো ইজরায়েল। এর আগেও, সেপ্টেম্বরে ইজরায়েল আন্তজার্তিক সংহতির উদ্যোগ আসা ত্রাণবাহী ‘গ্লোবাল ফ্লোটিলা’আটকে দেয়। ত্রাণকর্মীদের গ্রেপ্তার করে ফেরত পাঠায়। 
গত ১৪ অক্টোবর হামাস শেষ চার বন্দির দেহ পাঠিয়েছিল। ইজরায়েল বুধবার বলেছে যে ডিএনএ পরীক্ষায় একজনের দেহ মেলেনি। 
এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দুর্নীতির মামলায় এদিন আদালতে হাজিরা দিতে হয়েছে। এই হাজিরা আটকানোর চেষ্টা, গত দু’বছর, বারবার করেছেন নেতানিয়াহু। গাজার সঙ্গে সংঘাতকে কারণ দেখিয়ে বিচার প্রক্রিয়া থেকে নিস্তার চেয়েছেন। ইজরায়েলেই বিভিন্ন অংশ রাস্তায় নেমে ক্ষোভ জানিয়ে বলেছে যে নেতানিয়াহু বিচার এড়াতেই গাজার সঙ্গে সংঘাতকে টেনে বাড়িয়েছেন। এদিনও নেতানিয়াহুর বিচারের দাবিতে আদালতের সামনে হয়েছে বিক্ষোভ।
এদিকে স্পেনের বিভিন্ন ট্রেড ইউনিয়ন গাজার সংহতির পক্ষে একদিনের ধর্মঘট পালন করছেন। 
জানা গিয়েছে, হামাস আরও কয়েকজন বন্দির দেহ ফেরানোয় ইজরায়েল ত্রাণে ট্রাক ঢোকার নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু গাজায় দিনে অন্তত ৬০০ ট্রাক ঢোকার কথা। ৩০০-র বেশি ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ গাজা প্রশাসনের।

Comments :0

Login to leave a comment