KABITA — NIRMAL KARAN / NATUNPATA

কবিতা — করোনা / নতুনপাতা

ছোটদের বিভাগ

KABITA  NIRMAL KARAN  NATUNPATA

কবিতা / নতুনপাতা

করোনা 
নির্মল করণ

একা চল একা থাক কথা বল দূরে 
নাক মুখ ঢেকে রাখ মুখোশেই মুড়ে 
কাশি জ্বরে আছে ভয় 
যদি শ্বাসে ক্লেশ রয় ।
করোনা দিয়েছে হানা ইহলোক জুড়ে ।

অতি ছোট অনুজীব যায় নাতো দেখা 
তবু সেই এঁকে দেবে জীবনের রেখা ! 
বাজি রাখে মানবেরা 
জগতের জীব সেরা, 
করোনার আয়ু হবে নর হাতে লেখা।


 

Comments :0

Login to leave a comment