Manipur gangrape victim died

মারা গেলেন মণিপুরে জাতিদাঙ্গায় ধর্ষিতা সেই যুবতী

জাতীয়

মণিপুরে জাতি সংঘর্ষে ভয়াবহ নির্যাতনের শিকার সেই মহিলা মারা গিয়েছেন। বছর কুড়ি বয়স তাঁর। তিন বছর আগে অকথ্য নির্যাতনের যন্ত্রণায় বিধস্তই ছিলেন তিনি। ঘটনা ঘিরে নিন্দায় সোচ্চার হয়েছিল সারা দেশ।
সংবাদ ওয়েবসাইট ‘নিউজলন্ড্রি’ জানিয়েছে গত ১০ জানুয়ারি মারা যান ওই যুবতী। কিন্তু খবর প্রকাশ হয়েছে পরে। 
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সোশাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, ''আদিবাসী কুকি সম্প্রদায়ের এই যুবতী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। সে সময়েই মারাত্মক আঘাত পেয়েচিলেন তিনি। গত দু’বছর বিচারের জন্য লড়াই করেছিলেন সে অবস্থাতেই। কিন্তু বিচারবিভাগীয় বিলম্বের কারণে অপরাধীদের কড়া শাস্তিও তিনি দেখে যেতে পারলেন না।’’
সিপিআই(এম) শোক জানিয়েছে ওই যুবতীর মৃত্যুতে। পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মণিপুরে সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের সঙ্গে রক্তক্ষয়ী দাঙ্গা হয় সংখ্যালঘু আদিবাসী কুকি সম্প্রদায়ের। রাজ্যের বিজেপি সরকার সরাসরি বিভাজনে মদত দিয়েছে স্রেফ ভোটের অঙ্কে। আরএসএস-বিজেপি’র এমন বিভাজনের রাজনীতির দায় চেপেছে মণিপুরে স্বজন হারানো, আবাস হারানো হাজার হাজার মানুষের ওপর। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সিঙ্গুরে জনসভা থেকে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ হটানোর স্লোগান তুলেছন। ‘আসলি পরিবর্তন’ বলছেন। বস্তুত তৃণমূলের জঙ্গলরাজ রাজ্যজুড়ে ধিকৃতই। কিন্তু মোদী এবং তাঁর সরকারের ভূমিকা কেমন তার অন্যতম উদাহরণ এই মণিপুর। 
সংসদে মণিপুর নিয়ে আলোচনাতেই রাজি হননি মোদী। জাতিসংঘর্ষে বিধস্ত মণিপুরে যেতে পর্যন্ত রাজি হননি।      
মণিপুরের এই যুবতীকে নির্‌যাতনের অভিযোগ দায়ের হয়েছিল স্থানীয় কিছু সংগঠনের তৎপরতায় জাতীয় মহিলা কমিশনে। তার প্রায় একমাস পর দুই কুকি মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য নির্যাতনের ভিডিও বেরিয়ে পড়েছিল। পরে সিবিআই তদন্ত হাতে নিতে বাধ্য হয় অপরাধীর শাস্তির দাবি জোরালো হতে থাকায়।
‘নিউজলন্ড্রি’-কে যুবতীর মা জানিয়েছেন ঘটনার পর থেকে সর্বদা আতঙ্ক থাকতেন। তাছাড়া শারীরিক সঙ্কটও বেড়ে চলেছিল।

Comments :0

Login to leave a comment