নতুন কিছু নিয়োগ হয়েছে। কিন্তু বিপুল হারে হয়েছে ছাঁটাই। চলতি অর্থবর্ষের প্রথম ৯ মাসে নিট নিয়োগ মিলেছে ১৭ কর্মীর। নরেন্দ্র মোদীর সরকারের শাসনে এমন অবস্থা দাঁড়িয়েছে দেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে।
গত অর্থবর্ষ, ২০২৪-২৫’র প্রথম ৯ মাসে নিট নিয়োগের সংখ্যা ছিল ১১ হাজার ৯৪। বিশেষজ্ঞদের মতে এই সংখ্যাও যথেষ্ট উদ্বেগের। কিন্তু চলতি অর্থবর্ষ, ২০২৫-২৬’র প্রথম ৯ মাসে সেটুকুও নেই।
কেন এই হ্রাস? বিশেষজ্ঞদের একাংশ বলছেন অন্যতম কারণ এআই মডেল। কিন্তু কেবল এটিই একমাত্র কারণ নয়। সামগ্রিক অর্থনীতিতে স্থবিরতা এবং আন্তর্জাতিক সম্পর্কে অনিশ্চয়তাও দায়ী।
ভারতে তথ্য প্রযুক্তি ক্ষেত্র পরিষেবা দেয় বিদেশে, বিশেষ করে, পশ্চিমের বিভিন্ন অর্থনীতিতে।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে শীর্ষ থাকা পাঁচ সংস্থা, যার মধ্যে রয়েছে টিসিএস এবং ইনফোসিস, চলতি অর্থবর্ষের প্রথম তিন ত্রৈমাসিকে উদ্বেগজনক ফল দেখিয়েছে। টিসিএস’র ছাঁটাই নিয়োগকে ছাপিয়ে গিয়েছে। নিট ছাঁটাই ২৫ হাজার ৮১৬। ইনফোসিসের নিট নিয়োগ ১৩ হাজার ৪৫৬। তবে শীর্ষস্থানীয় বাকি তিন সংস্থার হাল খুবই শোচনীয়।
এইচসিএলটেকের নিট নিয়োগ ১, ৮৮৫। উইপ্রোর ৯ হাজার ৭৪০। টেক মাহিন্দ্রার ৭৫২
Tech Employment
দেশে ৯ মাসে তথ্য প্রযুক্তিতে নিট নিয়োগ ১৭!
×
Comments :0