Meghalaya Election

মেঘালয়ে চলছে ভোট গ্রহণ

জাতীয়

৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভার নির্বাচন আজ চলছে। সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে, ৩৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টির সাথে ভারতীয় জনতা পার্টির কঠিন টক্কর চলেছে গোটা নির্বাচন জুড়ে। অন্যদিকে, আঞ্চলিক দলগুলির সাথে জোটবদ্ধ হয়ে মেঘালয়ে শাসন করা কংগ্রেস, রাজ্যে আবারও ফিরে আসার দিকে নজর দিচ্ছে। আরেকদিকে পশ্চিমবঙ্গ থেকে একেবারে উড়ে গিয়ে তৃণমূল কংগ্রেসও সেখানে প্রার্থী দিয়েছে ভোট কাটাকাটি করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে, এমনটাই অভিযোগ করেছে কংগ্রসে।  আগামী ২ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। বেলা ১টা পর্যন্তে রাজ্যে ভোট পড়েছে ৪৪.৭৩ শতাংশ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন