Balochistan Blast

বালোচিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক

পাকিস্তানের বালোচিস্তানে আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত আরও ৪০। বালোচিস্তান ন্যাশনাল পার্টির সমাবেশে হামলা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। 
বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে একের পর এক সশস্ত্র উগপন্থী হামলা হয়ে চলেছে। কোয়েটায় একটি স্টেডিয়ামে এই রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণ ঘটানো হয়। কোনও উগ্রপন্থী গোষ্ঠী ঘটনার দায় নেয়নি। 
বালোচিস্তান ন্যাশনাল পার্টির কার্যকরী সভাপতি সাজিদ তারিন জানিয়েছেন যে দলের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউল্লা মেঙ্গলের মৃত্যুবার্ষিকীতে সমাবেশ চলছিল। 
বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি হামলার তীব্র নিন্দা করেন। 
চলতি বছরের জানুয়ারি থেকে বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় উগ্রপন্থী হামলায় ৪৩০ জনের প্রাণ গিয়েছে। তার বেশিরভাগই সুরক্ষাকর্মী। গত মঙ্গলবারই আত্মঘাতী হামলায় ৬ সুরক্ষাকর্মীর প্রাণ গিয়েছে। তার আগে, গত বছর, উগ্রপন্থী সংগঠন বালোচ লিবারেশন আর্মি একটি গোটা ট্রেনের দখল নেয়। তিন দিন ধরে ট্রেনটি দখলে রাখে। হত্যা করা হয় সেনাকর্মীদের।

Comments :0

Login to leave a comment