RS Chairman NDA

উপরাষ্ট্রপতি পদে মহারাষ্ট্রের রাজ্যপালকে প্রার্থী করল এনডিএ

জাতীয়

সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদেপ্রার্থী করছে এনডিএ। দীর্ঘ বৈঠকের পর তাঁর নাম ঘোষণা করেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। 
সিপি রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন। তিনি আগে তেলেঙ্গানা ও ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে কাজ করছিলেন। ১৯৯৮ এবং ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে কোয়েম্বাটুর থেকে বিজেপির প্রার্থী হিসেবে জিতে সাংসদ হয়েছিলেন। জগদীপ ধনখড়ের পদত্যাগের ফলে রাজ্যসভার চেয়ারম্যান পদ শূন্য হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২২ আগস্ট।  রবিবার বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেন।

Comments :0

Login to leave a comment