হাওড়া জেলা কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রবেশ দ্বারের সামনে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল।
তৃণমূল কংগ্রেস এর গ্রন্থাগার কর্মী সংগঠনের সভা রয়েছে রবিবার।
শনিবার হাওড়া জেলা কেন্দ্রীয় গ্রন্থাগারের মূল প্রবেশ দ্বারের রেলিং এর দুটি খুঁটিতে জাতীয় পতাকা লাগানো হয়।
অভিযোগ, পতাকা কেটে সবুজ এবং গেরুয়া অংশ বাদ দিয়ে কেবল অশোক চক্র সহ পতাকার অংশ সেফটিপিন দিয়ে খুঁটিতে লাগানো হয়েছে।
হাওড়া শহরের নাগরিক দুলু দাস বলেছেন, হাওড়া জেলা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অমর্যাদা করা হয়েছে জাতীয় পতাকার। রাজ্য গ্রন্থাগার দপ্তর ও জেলা প্রশাসন এই ঘটনায় যারা দোষী আইন অনুসারে ব্যবস্থা নিক। অনেকেই বলেন যে সিসিটিভি ফুটেজ দেখে জাতীয় পতাকা অবমাননাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিক প্রশাসন।
Comments :0