উত্তর দমদম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিরাটি দেবীনগর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। বাড়িতে জমা জলে পড়ে মৃত্যু পাঁচ মাসের শিশু কন্যার। গোটা এলাকায় শোকের ছায়া। কয়েকদিন ধরে গোটা এলাকা জলমগ্ন। প্রায় কোমর জল গোটা এলাকায়।
পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে এদিন ওই ঘটনার পর উত্তর দমদম পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখান থেকে কলকাতায় বিসি রায় শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এই খবর এলাকায় আসতে এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শিশু কন্যাটির বাবা নিমতা থানার সিভিক ভলেন্টিয়ার এর কাজ করেন। দেহটি ময়না তদন্তের জন্য এন আর এস হসপিটালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ পৌর প্রতিনিধিকে বার বার বলা সত্ত্বেও এলাকার খাল সংস্কার করা হয়নি। ড্রেন পরিষ্কার করা হয় না নিয়মিত। যার জেরে অল্প বৃষ্টিতেই এলাকায় জল জমে যায়। আর সেই জল নামতে অনেকদিন সময় নেয়।
Dumdum
দমদমে জমা জলে পড়ে গিয়ে শিশুর মৃত্যু

×
Comments :0