কবিতা
মুক্তধারা
রসিকপুরের সেই রসিকা
আমির উল হক
২৪ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩
----------------------------------------
বৃষ্টি ঝরা বাদল দিনে
ডাক দিয়েছে এক রসিকা,
লাল হলুদে জড়িয়ে শরীর
ক্ষিপ্র গতির দুই চাকাতে।
পথের ধারে হিজল কণায়
কৃষ্ণচূড়া দিক ভুলে যায় ---
বাদল বেলার জোয়ার ভাঁটায়,
চোখ মায়াবী ভীষণ টানে
রসিকপুরের সেই রসিকা ।
উপর তলার রসুই থেকে
বাঁশবাগানের পাতার ফাঁকে ---
আষাঢ় রাতের চাঁদকে ডাকে ।
ছাদ বাগানের সূর্যমুখী
ডাক দিয়ে যায় ---
নাম না জানা হলুদ পাখি ।
উড়িয়ে পাখা ফিনিক্স খোঁজে
বাদল বেলার আষাঢ় দিনে ---
রূপনগরীর সেই রূপসী
উপোস কালে পলক ফেলা
চোখ মায়াবী সেই রসিকা।
Comments :0