কবিতা
মুক্তধারা
' অক্ষত লেলিন '
বিশ্বজিৎ দাস
২৮ নভেম্বর ২০২৫ | বর্ষ ৩কবিতা
কালো কালো হাত
করে আঘাত
লেলিন মুর্তির পরে,
ভাঙো ভাঙো রব ছাড়ি
ডাকে হুঙ্কারে
কাঁপে লেলিন জ্বরে।
লেলিনে শ্বাস তাহাই বিশস
ভরসার মতবাদ ঘিরে,
হারিয়ে গিয়েছে ওরা
শোষিতের ভিড়ে।
ভালো মন্দ যাহা আছে কিছু
ভয়ে ভয়ে ওরা হঠিছে পিছু।
ভাঙো যত পারো
বিনাশে নাহি ক্ষয়,
জয় জয় লেলিনের জয়
যুগ যুগ রহিবে অক্ষয়।
Comments :0