Haltu

বিপর্যস্ত মানুষের পাশে রেড ভলেন্টিয়াররা

রাজ্য কলকাতা

সমগ্র এলাকা জলমগ্ন। সবচেয়ে বিপন্ন গরিব মানুষ। অসংখ্য পরিবারে খাট থেকে নামার অবস্থাও নেই ঘরের ভেতর। আজ দু মুঠো ভাতের বন্দোবস্ত করতে পারেননি অনেকেই। তাই যাদবপুরে হালতু রেড ভলান্টিয়ার্সদের উদ্যোগে খাবার পৌঁছানো হল ১০৫ নং ওয়ার্ডের জলমগ্ন পরিবারগুলোর কাছে। যারা হাঁড়ি চাপাতে পারেননি তাদের হাতে দেওয়া হল খাবারের প্যাকেট।
এদিন হালতুর কালিকাপুর অঞ্চলে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কলকাতা পৌরসভার ১০৬ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে যান এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য অশেষ বিশ্বাস সহ অন্যান্যরা।
সৃজন বলেন, প্রশাসনিক গাফিলতায় কলকাতায় ১০ জন সন নাগরিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কিন্তু এই ঘটনার দায় প্রশাসনকে নিতে হবে। কেন এই ধরনের ঘটনা ঘটলো তা জবাব তাদের দিতে হবে। এই দুর্যোগের কারণে বিপর্যস্ত মানুষের পাশে রেড ভলেন্টিয়াররা সব সময় আছে।

Comments :0

Login to leave a comment