South Asian University Rape

ধর্ষণের অভিযোগ জানালেও গুরুত্বই দেয়নি বিশ্ববিদ্যালয়, অভিযোগ দিল্লির ছাত্রীর

জাতীয়

দিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির বি- টেক প্রথম বর্ষের শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হয়েছে এফআইআর। বেরিয়ে এসেছে ক্যাম্পাসে নিরাপত্তার বিপজ্জনক অবস্থাও।
সেই সঙ্গে সামনে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা। আক্রান্ত ছাত্রী তাঁর এফআইআর-এ জানিয়েছেন যে বারবার অভিযোগ জানানোর পরেও গোটা ঘটনাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বরং হস্টেলের দায়িত্বপ্রাপ্ত কর্মী আক্রান্তকেই ‘স্নান করে পোশাক পাল্টে নিতে বলেন’। 
সম্প্রতি জাতীয় অপরাধ নথিভুক্তি ব্যুরোর রিপোর্টে দেখা গিয়েছে যে দিল্লি মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে অসুরক্ষিত মেগাসিটি। অথচ, দিল্লি পুলিশ সরাসরি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
গত রবিবার সেই দিল্লিরই সাউথ এশিয়ান ইউনিভার্সিটির কনভোকেশন রুমের ভিতরে ঢুকে এক ছাত্রীকে গণধর্ষণ করে চার অপরিচিত ব্যক্তি। ছাত্রীর অভিযোগ, কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানালে তারা বারবার সেই বিষয়টিকে উড়িয়ে দেয়। এমনকি  নির্যাতিতা তাঁর মায়ের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁকে আটকানোর চেষ্টা করা হয়। হস্টেলের গার্ড এবং প্রধান তাঁকে স্নান করে পোশাক পরিবর্তন করে নিতে বলেন। গোটা ঘটনাটিকেই ধাপাচাপা দেওয়ার চেষ্টা করে কলেজ কর্তৃপক্ষ। 
গত সোমবার নির্যাতিতার বন্ধুরা পুলিশ ও চিকিৎসককে গোটা ঘটনাটি জানায়। পুলিশ এসে নির্যাতিতাকে উদ্ধার করে দিল্লির মদনমোহন মালব্য হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। তারপরই তাঁর বয়ান সংগ্রহ করে পুলিশ। এই ঘটনায়  পুলিশের ডেপুটি কমিশনারের তরফে বিভিন্ন ধারায় মামলা ঋজু করা হয়েছে বলে জানানো হয়েছে। 
গোটা ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকার ওপরও প্রশ্ন উঠেছে। 
এসএফআই’র‌ তরফে গোটা ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানানো হয়েছে।
পরপর ৩ বছর ধরে দিল্লিকে মহিলাদের জন্য সবচেয়ে অসুরক্ষিত মেগাসিটি হিসাবে চিহ্নিত করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো।  
এসএফআই বলেছে, বিজেপির শাসনে বারংবার এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের স্বরকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। 
এই ঘটনার পাশাপাশি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রী ধর্ষণে দ্রুত শাস্তির দাবি জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment