RG Kar Task Force

চিকিৎসক হত্যার এক বছরেও রিপোর্ট দেয়নি সুপ্রিম কোর্টের টাস্ক ফোর্স

জাতীয়

কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক হত্যায় প্রতিবাদে নেমেছিল সারা দেশ। বহু হাসপাতালে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছিলেন চিকিৎসকরা। তাঁদের শাস্তি দিতে বারণ করেছিল সুপ্রিম কোর্ট। তবে বহু হাসপাতালই মানেনি সেই নির্দেশ। 
গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালের সেমিনার রুমে মিলেছিল চিকিৎসক-ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ। পরিবারকে দীর্ঘক্ষণ দেহ দেখতে দেওয়া হয়নি। এমনকি শেষকৃত্য করে দেওয়া হয় পরিবারকে দূরে সরিয়ে রেখে। হাসপাতালেই শবদেহ বাহী গাড়ি আটকেছিলেন ছাত্র-যুবরা। তাঁদের জোর করে সরিয়ে দেয় পুলিশ। তার পর দেশ এবং রাজ্য প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। ঘটনার এক বছর পরও বিচারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে চিকিৎসক সহ বিভিন্ন অংশকে।  
এই ঘটনায় কলকাতা হাইকোর্টে বিচার শুরু হলেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বিচারের দায়িত্ব নেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে বলার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নিতে নিষেধ করে।
দিল্লির এইমস সহ বিভিন্ন হাসপাতালে বিক্ষোভ দেখানোয় চিকিৎসকদের ‘বিনা অনুমতিতে অনুপস্থিত’ বলে দেখানো হয়েছে। ২২ আগস্ট সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফিরতে বলে। সেই সঙ্গে অনুপস্থিতি নথিভুক্ত না করার জন্যও বলা হয়। 
আর জি করে চিকিৎসক হত্যা মামলায় সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তোলেন নিহত চিকিৎসকের বাবা-মা। মামলা পাঠানো হয় কলকাতা হাইকোর্টে। 
শীর্ষ আদালত জাতীয় টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছিল চিকিৎসকদের সুরক্ষা সংক্রান্ত গাইডলাইন দিতে। সেই রিপোর্ট এখনও পেশ হয়নি। মঙ্গলবার শীর্ষ আদালতের দুই বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং এন কোটিশ্বর সিং জাতীয় টাস্ক ফোর্সকে ৮ সপ্তাহ সময় দিয়েছে। গত ২০ আগস্ট এই টাস্ক ফোর্স গড়েছিল সুপ্রিম কোর্ট। হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা, যৌন হেনস্তা রোধে করণীয় সম্পর্কে গাইডলাইন দিতে বলা হয়েছিল।

Comments :0

Login to leave a comment