Vidyasagar Unit

দশ বছর পর বিদ্যাসাগরে ইউনিট গঠন করলো এসএফআই

কলকাতা

দশ বছর পরে বিদ্যাসাগর কলেজ ফর উইমেনে কলেজে ইউনিট গঠন করলো এসএফআই। শনিবার ইউনিট সম্মেলনের মধ্যে দিয়ে গঠিত হলো নতুন ইউনিট কমিটি।
২০১৩ তে এসএফআই ওই কলেজে নির্বাচনে জিতে ইউনিয়ন গঠন করেছিল। তারপর তৃণমূলের বহিরাগত লুম্পেনবাহিনী ছাত্রী প্রতিনিধিদের আক্রমণ ও হেনস্থা করে অগণতান্ত্রিক ভাবে ইউনিয়ন দখল করে।
এসএফআই কলকাতা জেলার সভাপতি দেবাঞ্জন দে বলেছেন, "বিদ্যাসাগর মহিলা কলেজে আজ থেকে দশ বছর আগে তৃণমূলের গুণ্ডাবাহিনী দখল করেছিল ইউনিয়ন। ছাত্রীদের হেনস্থা করে বের করে দেওয়া হয়েছিল কলেজ থেকে। দশ গুণ স্পর্ধা নিয়ে বিদ্যাসাগর মহিলা কলেজে ইউনিট করল এসএফআই। প্রমাণ হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে চোরের দল তৃণমূল ব্যাকফুটে। ছাত্রছাত্রীরা এসএফআইকেই চাইছে। তাই ভয়ের চোটে ছাত্রসংসদ করতে দিচ্ছে না রাজ্যের সরকার।"
দশ বছর পরে দশ গুণ স্পর্ধা নিয়ে মাহসা আমিনি মঞ্চ এবং কমরেড মানব মুখার্জি নগরে অনুষ্ঠিত হলো এই সম্মেলন।
সম্মেলন থেকে ১৩ জনের ইউনিট কমিটি নির্বাচিত হয়েছে। সম্পাদক নির্বাচিত হয়েছেন ঈশানি দে। সভাপতি অস্মিতা চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির সম্পাদক হাসিব হোসেন।

Comments :0

Login to leave a comment