মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভারতের বিকল্প বাণিজ্যের পথ খোলা রাখা উচিত বলে জানালেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সেলিম বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে ভারতের ওপর। ভারত সরকার মৃদু ভাবে শুধুমাত্র উষ্মা প্রকাশ করেছে। কিন্তু কুটনৈতিক ভাবে যা করা দরকার ছিল তারা তা করেনি। বামপন্থীরা বার বার মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সরব থেকেছে। যারা ওদের তাবেদার ছিল আজ তাদেরও ভেবে দেখা দরকার। বামপন্থীরা দেশের স্বার্থ সম্পর্কে সচেতন। চীনের ওপর এই চাপ দিতে গিয়েছিল, তারা দেখিয়ে দিয়েছে স্বাধীন বিদেশ নীতি এবং আত্মমর্যাদা থাকলে লড়াই করা যায়। মার্কিন হুমকির কাছে মাথা নত করেননি। পাল্টা চাপ যখন দিয়েছে তখন চুপ করে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।’’
সেলিম বলেন, ‘‘মোদী বিদেশ নীতি বোঝেনা, দেশের মানুষের স্বার্থ দেখা দরকার। জড়িয়ে ধরলেই কূটনৈতিক সম্পর্ক হয় না। আমাদের দেশের কৃষক, খেত মজুর এদের স্বার্থকে বিকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশে বাণিজ্যে ঘাটতি হবে। চীনের মত বিকল্প রাস্তা খোলা দরকার আছে। শ্রমের বাজারে এর প্রভাব পড়বে।’’
সূত্রের খবর আগামী মাসে প্রধানমন্ত্রী চীন যাত্রা করতে পারেন। সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘‘বিলম্ব হলেও এখন বলছে মোদী চীন যাত্রা করবে। আমরা বার বার বলেছি প্রতিবেশী দের নিয়ে এগিয়ে যাওয়া দরকার তবেই মহাদেশ এগিয়ে যেতে পারবে। রাশিয়া, জাপান, চীনকে দরকার তবে এশিয়া মহাদেশ এগিয়ে যেতে পারবে।’’
Salim India USA Trade
ভারতের বিকল্প বাণিজ্যের পক্ষে সওয়াল সেলিমের

×
Comments :0