চলন্ত চার চাকার গাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ি মাটিগাড়াস্থিত সিটি সেন্টার সংলগ্ন এলাকায় একটি গাড়িতে আচমকাই আগুন লাগার ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। খবর পেয়ে চলে আসে দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। জানা গেছে, দার্জিলিঙ মোড় থেকে বাগডোগরার দিকে যাচ্ছিলো চারচাকা গাড়িটি।
আচমকাই গাড়ির চালক গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে গাড়িটি রাস্তায় দাঁড় করায়। ততক্ষনে গাড়িটিতে আগুন জ্বলে যায়। প্রথমে চালক নিজেই আগুন নেভানোর চেষ্টা করলেও পরবর্তীতে বেগতিক বুঝতে পেরে দমকলে খবর দেয়। আগুনে গাড়িটি প্রায় সম্পূর্ণই পুড়ে গেছে। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই। যান্ত্রিক গোলযোগের কারনেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান।
Siliguri Burning Car
চলন্ত গাড়িতে অগ্নিকান্ড শিলিগুড়িতে

×
Comments :0