Karnataka BJP

কর্ণাটকে বিজেপি বিধায়কের ছেলের ঘরে নগদ ৬ কোটি

জাতীয়

বিজেপি বিধায়কের ছেলেকে ঘুষ নেওয়ার দায়ে গ্রেপ্তার করল রাজ্য লোকায়ুক্ত। বাড়ি তল্লাশি করে মিলেছে ৬ কোটি টাকা। 

বিধায়ক মাডালা বিরূপাক্ষাপ্পা মাইসোর স্যান্ডাল সাবান নির্মাতা সংস্থার প্রধান। ছেলে প্রশান্ত সরকারি আধিকারিক। তাঁকে বাবার দপ্তরে ঘুষ নেওয়ার সময় তাঁকে ধরেছে লোকায়ুক্ত। 

রাজ্য সরকারি সংস্থা কর্নাটক সোপ অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেডের দপ্তরে প্রশান্তকে নগদ ৪০ লক্ষ টাকা সমেত ধরে লোকায়ুক্ত।

যদিও বিধায়ক পুত্র মুখ্য হিসাব রক্ষক রাজ্যের নিকাশি ও সেচ বিভাগের। 

সরকারে বিজেপি কর্ণাটকে। বড় দুর্নীতিতে রাজ্যে তোলপাড় চলছে। সামনে রয়েছে বিধানসভা ভোটও।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন