৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মৃত্যু শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে হাড়োয়ার মল্লিকপুরে বঙ্গবন্ধু মিশন বালিকা বিদ্যালয় নামে একটি বেসরকারি স্কুলে। মৃত শিক্ষকের নাম মানোয়ার হোসেন(৫২)। বসিরহাটের হাড়োয়া থানার বকদুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার সকাল পৌনে দশটা নাগাদ
পতাকা উত্তোলনের জন্য ব্যবহৃত একটি কাঁচা বাঁশ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। শিক্ষকের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে এলাকায়।
Teacher Dies
পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

×
Comments :0