DEATH BODY

পড়ে রইলো দেহ, দড়ি টানাটানি পুলিশ-জিআরপি

জেলা

মৃতদেহ নিয়ে দড়ি টানাটানি। পুলিশ ও জিআরপি মধ্যে কে মৃতদেহ উদ্ধার করবে তা নিয়ে বাদানুবাদ চললো প্রায় ৬ ঘন্টা। আর সেই ৬ ঘন্টা পড়েই রইলো মৃতদেহ। ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। সোমবার সকালে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। সকাল ১০টার সময় বেলঘড়িয়া উত্তর বাসুদেবপুর এলাকায় রেল লাইনের ধারে ড্রেনের মধ্যে এক অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপর খবর দেওয়া হয় বেলঘড়িয়া থানায়। পুলিশ খবর দেয় জিআরপিকে। ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া জিআরপি। তারপর কে এই মৃতদেহ নেবে তা নিয়ে দড়ি টানাটানি চললো প্রায় ৬ ঘন্টা ধরে। স্থানীয় বাসিন্দারা অবাক হয়ে যায় প্রশাসনের এই অমানবিক দৃশ্য দেখে। দফায় দফায় পুলিশের সাথে  জিআরপির বাক বিনিময় হয়। কিন্তু কোনও সুরাহা হয়নি।  

 

Comments :0

Login to leave a comment