মৌসুমী অক্ষরেখার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে। বৃষ্টির দাপট এখনও কমেনি, কাটেনি দুর্যোগ। এরই মধ্যে মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। এরপর উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ-ওড়িশা জুড়ে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা হয় অফিসের। যার জেরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগের আশঙ্কা আবহাওয়া দপ্তরের।
দার্জিলিঙ, কালিংপঙ, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির দাপট।
দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার রাজ্যের মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে থাকছে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। আপাতত নিম্নচাপ সংক্রান্ত কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস।
বুধবার থেকে শনিবার পর্যন্ত বাংলা এবং সংলগ্ন ওড়িশার উপকূলে সমুদ্র উত্তাল থাকার জন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করে হয়েছে।
Comments :0