Threats to kill Prime Minister

প্রধানমন্ত্রীকে খুনের হুমকি হেল্পলাইনে! বলছে মুম্বাই পুলিশ

জাতীয়

প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে বার্তা মিলেছে বলে জানালো মুম্বাই পুলিশ। মুম্বাই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে হুমকি বার্তাটি পাঠানো হয়েছে। পুলিশ বক্তব্য, হুমকি বার্তা এসেছে রাজস্থানের আজমেঢ় থেকে। সেই নম্বরের লোকেশন ট্র্যাক করে ইতিমধ্যে একটি পুলিশের দল পাঠানো হয়েছে।
সংবাদ সংস্থা জানিয়েছে, মুম্বাই পুলিশের সূত্র তাদের বলেছে যে বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই’র উল্লেখ রয়েছে। 
তবে এমন বার্তা মুম্বাই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে হুমকি দেওয়ার উদ্দেশ্য কী, সে ব্যাখ্যা কোনও স্তর থেকে মেলেনি।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন