ত্রিপুরাতে বিধানসভা নির্বাচনি ফলাফলে ৩৪টি আসনে এগিয়ে। ১১ টি আসনে এগিয়ে বামফ্রন্ট ও তিনটি আসনে এগিয়ে কংগ্রেস। তিপরা মথা এগিয়ে ১২ আসনে। নির্বাচনের আগে যেমনটা ভেবেছিলেন তেমন আশানুরুপ ফল হয়নি মথার। বরং একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সরকার গড়া পথে বিজেপি।
মোটামুটি ভোট চিত্র পরিষ্কার হওয়ার পরেই বৃহষ্পতিবার মথার গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি মানা হবে না বলে জানাল। যদিও নির্বাচনের আগ ভিন্ন সুর ছিল বিজেপির। এদিন বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তী জানান তিপ্রা মথা চাইলে তাদের সঙ্গে জোটে আসতেই পারে। কিন্ত গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবির আশা ছেড়েই জোট করতে হবে। ৬০ টি আসনের মধ্যে ৩২টি আসন পেয়েছে বিজেপি। ১টি আসনে আইপিএফটি জয়ী। কংগ্রেস বামফ্রন্ট জোট পেয়েছে ১৪ টি আসন। তিপ্রা মথা ১২টি আসন।
Tripura election Tipra Motha
জোটে গেলেও মথাকে বিশেষ প্রাধান্য দেবে না বিজেপি

×
Comments :0