trump bihar

ট্রাম্প নাকি বিহারের বাসিন্দা! আবেদনপত্র খারিজ হলেও প্রশ্নে ‘এসআইআর’

জাতীয়

ড্রোনাল ট্রাম্প বিহারের সমস্তিপুর জেলার বাসিন্দা! আমেরিকার রাষ্ট্রপতি নামে বসবাসের শংসাপত্রের জন্য আবেদন করা হয়েছে বিহারে। আবেদনে সমস্তিপুরের একটি গ্রামে নাম রয়েছে। 
জেলা প্রশাসন এই ঘটনায় এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। যাতে এই ঘটনা কে ঘটিয়েছে তা খুঁজে বের করে আইনের আওতায় আনা যায়। জানা গেছে বসবাসের শংসাপত্রের জন্য ২৯ জুলাই অনলাইন আবেদন করা হয়েছে। রাজস্ব দপ্তর এই আবেদনকে খারিজ করে দিয়েছে ৪ অগাস্ট।  
আবেদন পত্রে নাম লেখ হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। গ্রামের নাম হাসিনাপুর, জেলা সমস্তিপুর, রাজ্য বিহার। ট্রাম্পের বাবা ও মায়ের নামও সঠিক লেখা হয়েছে আবেদন পত্রে। আমেরিকার রাষ্ট্রপতির ছবিই দেওয়া হয়েছে আবেদনপত্রে। 
সম্প্রতি, পাটনা এবং নওয়াদা গ্রামীণ এলাকায় কুকুরের নামেও আবেদনপত্র জমা পড়েছে। ঘটনা হলো, আধার বা রেশন কার্ডের মতো নথি ভোটার তালিকায় নামের বৈধতা বিচারের জন্য বিবেচনা করতে অস্বীকার করেছে নির্বাচন কমিশন। কিন্তু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’-এ বৈধতা দেওয়া হচ্ছে বসবাসের শংসাপত্রকে। কোনও কোনও অংশের অভিযোগ বিহারের জনসংখ্যার চেয়ে বেশি বসবাসের শংসাপত্র রয়েছে বিহারে!  
কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা বলেছেন যে এর থেকেই প্রমাণ হয় বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন একটি জালিয়াতি, যার লক্ষ্য ভোট চুরি করা।

Comments :0

Login to leave a comment