ছিল আল কায়েদার সঙ্গে সরাসরি সংযোগ। তবে সিরিয়ায় আবু মহম্মদ আল জুলানির অন্তর্বর্তী সরকারের জন্য সহায়তা বাড়াবে আমেরিকা।
তিনদিনের মধ্য প্রাচ্য সফরে বেরিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি। সৌদি আরব, সিরিয়ার পর গিয়েছেন কাতারেও। বলেছেন, সিরিয়ার ওপর চাপানো নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা।
সিরিয়ায় বাসার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যূত করেছে আল জুলানির নেতৃত্বে বিরোধী ঝটিকা সশস্ত্র বাহিনী। আল কায়েদা এবং আইসিস’র সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল জুলানির। তিনিই সিরিয়ার অন্তবর্তী সরকারের রাষ্ট্রপতি। তিনি এখন নিজের পরিচয় দেন আহমেদ আল শারা নামে। আসাদ আমেরিকা এবং পশ্চিমী জোটের বিরুদ্ধে ছিলেন।
সৌদি আরবের রিয়াধে ট্রাম্প বলেছেন, ‘‘আশা করা হচ্ছে যে সিরিয়ার নতুন সরকার স্থিতিশীলতা দিতে পারবে। সিরিয়ার ওপর বসানো নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা।
আল জুলানি বা আল শারার সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। আল শারা গত সপ্তাহে ফ্রান্স সফরে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করেছেন।
আল শারা যখন আল জুলানি নামে পরিচিত, তাঁর হায়াত তহরির আল শাম (এইচটিএস) সরাসরি জড়িয়ে ছিল আল কায়েদার সঙ্গে সম্পর্কে। এইচটিএস’র সশস্ত্র বাহিনী সিরিয়ায় আসাদ শাসনে নিরাপত্তা কর্মীদের সঙ্গে যুদ্ধ করে সরকার ফেলে দেয়। আসাদকে পালিয়ে আশ্রয় নিতে হয়েছে মস্কোয়।
USA Syria
আল কায়েদার সঙ্গে জড়িয়ে রাষ্ট্রপতির নাম, তবে সিরিয়ার সহায়তা বাড়াবে আমেরিকা

×
Comments :0