India Pakistan

সংঘর্ষ বিরতি লঙ্ঘন হচ্ছে, রাতে বললেন বিদেশ সচিব

জাতীয় আন্তর্জাতিক

সংঘর্ষ বিরতির সমঝোতার পরেও বেশ কয়েকটি হামলা হয়েছে পাকিস্তান থেকে। শনিবার গভীর রাতে জরুরি সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিসরি। 
বিদেশ সচিব বলেছেন, সংঘর্ষ বিরতি লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে বার্তা পাঠানো হয়েছে পাকিস্তানকে। যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। সীমান্তে সেনাবাহিনী সতর্ক রয়েছে। যে কোন ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করতে তৈরি রয়েছে। 
এদিন দু’দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন স্তরে আলোচনার পর বিকেল পাঁচটা থেকে সংঘর্ষ বিরতি চালু হয়েছে। সংবাদ সংস্থা জানাচ্ছে, সংঘর্ষ বিরতি ঘোষণার পর অমৃতসরের স্বর্ণ মন্দিরে ফের আলো জ্বালানো হয়েছে রাতে। কিন্তু কিছু পর সীমান্তের ওপার থেকে একাধিক হামলা হয়েছে বলে জানিয়েছে সেনা।
বিদেশ সচিব জানিয়েছেন সেনা এদিনের পরিস্থিতি মোকাবিলা করেছে। এদিকে সেনার হোয়াইট নাইট কর্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে নাগরোটায় সেনার একটি ঘাঁটিতে সন্দেহজনক ঘোরাফেরা দেখা যায়। সজাগ সেনা কর্মীরা তৎপর ছিলেন। এক সেনা কর্মী সামান্য আহত হয়েছেন।

Comments :0

Login to leave a comment