শিয়ালদহ লাইনে ব্যাহত রেল পরিষেবা। স্টেশনে ঢোকার সময় লাইনচ্যুত ডাউন বনগাঁ শিয়ালদহ লোকাল। ঘটনাটি ঘটেছে দমদম স্টেশনে। দুপুর ১২টা ১১ মিনিট নাগাদ দমদম স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম ঢোকার সময় এই বিপত্তি ঘটে। ট্রেনের শেষ বগির প্রথম দুটি চাকা লাইনচ্যুত হয়। যার ফলে পর পর দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রামে স্টেশনে একাধিক ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ৪ নম্বর প্লাটফর্ম ট্রেন চলাচল বন্ধ থাকার জন্য ৫ নম্বরকে বিকল্প হিসাবে ব্যবহার করলেও কার্যত পরিষেবা ব্যাহত হয়। এর প্রভাব পড়ছে আপ স্টেশনেও। বর্তমানে সেই ট্রেনটিকে লাইনে ফিরিয়ে আনা হয়েছে। এখনও স্বাভাবিক হয়নি ট্রেন পরিষেবা। দীর্ঘক্ষণ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ছে একাধিক ডাউন ট্রেন। লাইন ক্লিয়ার না পাওয়ায় ট্রেনগুলো দাঁড়িয়ে পড়ছে।
derailed
দমদমে লাইনচ্যুত বনগাঁ লোকাল, রেল পরিষেবা স্বাভাবিক

×
Comments :0