Youth Arrest

সামাজিক মাধ্যমে দেশ বিরোধী পোস্ট, যুবক গ্রেপ্তার গুসকরায়

জেলা

সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট। ঘটনায় গ্রেপ্তার হয়েছে গুসকরার এক যুবক। দু’দিন আগে সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করায় দাঁইহাটের মোকামপাড়ার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি মিলন সেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে কাটোয়া থানার পুলিশ। গত সপ্তাহে কাটোয়ার দাঁইহাট শহরের পাইকপাড়ার যুবক সরিফ শেখের বিরুদ্ধে একই অভিযোগ ছিল। অভিযুক্ত সরিফ বর্তমানে মুম্বাইয়ে রয়েছে। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে সরিফ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানোর পর মুম্বাই পুলিশ সরিফকে ইতিমধ্যেই আটক করেছে। তাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে আনার জন্য কাটোয়া পুলিশের একটি দল মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুসকরায় ধৃত যুবকের নাম সরিফুল শেখ। বাড়ি গুসকরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায়। তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে আউশগ্রাম থানার পুলিশ। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, ধৃত সরিফুল শেখ পেশায় ব্যবসায়ী। গুসকরা পৌরসভার পাশেই ৯ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। অন্যদিকে ভারত বিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে কালনায় এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতে নিল কালনা থানার পুলিশ। কালনা থানার অন্তর্গত আনুখাল উত্তর-পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা পেশায় ট্রাক্টর চালক নূর মোহাম্মদ শেখ, সামাজিক মাধ্যমে দু'টি ভারতের প্রধানমন্ত্রী ছবি শেয়ার করে। এর পরই কালনা থানায় বুধবার একটি অভিযোগ দায়ের করা হয়। 
 

Comments :0

Login to leave a comment