একশো দিন কাজের আইন বাতিল করতে বিল আনছে কেন্দ্র। নতুন বিলে বাড়তি দায়ভার চাপানো হবে রাজ্য সরকারের ওপর। আশঙ্কা, গ্রামাঞ্চলে কাজের আইনি নিশ্চয়তার অধিকারকেই তুলে দেওয়া হবে বিজেপি জোট সরকারের নতুন বিলে।
‘রোজগারের বিকশিত ভারত নিশ্চয়তার ও আজীবিকা মিশন (গ্রামীণ) বা ‘ভিবি-জি রাম জি‘ নামে আনা হবে এই বিল। বিলে বছরে ১০০ দিনের বদলে ১২৫ দিন কাজের কথা বলা হয়েছে।
বিলটি সাংসদদের দেওয়া হয়েছেবলে জানা গিয়েছে। সরকারের তরফে নতুন বিলের উদ্দেশ্য জানিয়ে বলা হয়েছে যে ‘বিকশিত ভারত ২০৪৭-র লক্ষ্যের সঙ্গে তাল মিলিয়ে এই নতুন বিল’।
উল্লেখ্য, একশো দিনের কাজের আইন বা মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনে একশো দিনের কথা বলা থাকলেও প্রায় কোথাও মাথাপিছু তত দিন কাজ দেওয়া হয়নি। বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গড়ার পর থেকে একশো দিনের কাজের আইনের পিঠে ছুরি মেরেছে। পশ্চিমবঙ্গে তিন বছর ধরে কাজ বন্ধ থাকার পর আদালতে মামলা হয়। হাইকোর্ট গত আগস্টে কাজ শুরুর নির্দেশ দিলেও তা হয়নি। কেন্দ্র যায় সুপ্রিম কোর্টে। গত নভেম্বরে সুপ্রিম কোর্টও কাজ শুরু কথা বলেছে।
MGBREGA Repeal
একশো দিন কাজের আইন বাতিল করতে নতুন বিল আনছেন মোদী
×
Comments :0