Bomb Threat Kolkata Airport

কলকাতা বিমানবন্দরে বোমার হুমকি, নামানো হলো যাত্রীদের

কলকাতা

বোমাতঙ্ক ছড়ালো কলকাতা বিমানবন্দরে। ইন্ডিগো’র কলকাতা-মুম্বাই উড়ানের যাত্রীদের নামিয়ে সুরক্ষিত জায়গায় নেওয়া হয়। 
এর আগে ইডেনে বোমাতঙ্ক ছড়িয়েছিল। বিমানবন্দরের সূত্র জানিয়েছে, ওই বিমানের যাত্রীরা চেক-ইন করার পর উড়ো ফোনে বোমার হুমকি দেওয়া হয়। বিমানটি বেলা দেড়টা নাগাদ ওড়ার কথা ছিল। মুম্বাইয়ে বিকেল ৪টে ২০ নাগাদ পৌঁছানোর কথা ছিল ওই বিমানের। 
বিমানের ১৯৫ যাত্রীকেই নামিয়ে আনা হয়। বের করা হয় সব মালপত্র। দ্রুত পৌঁছায় বম্ব স্কোয়াড। সব মালপত্র স্ক্যান করা হচ্ছে। 
এর আগে ৬ মে মুম্বাই বিমনবন্দরে ইন্ডিগোর উড়ানে বোমা রয়েছে বলে ফোন এসেছিল। চন্ডীগড় থেকে মুম্বাইয়ের উড়ানে বম্বটি রাখা ছিল বলে হুমকি বার্তায় বলা হয়। পরে তল্লাশি চালিয়ে দেখা যায় ভুয়ো আতঙ্ক ছড়ানো হয়েছে। 
বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো প্রেস বার্তায় জানিয়েছে বিমানটি ছাড়ার আগেই হুমকি মেলে। সুরক্ষা বিধি অনুযায়ী বিমানটিকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তল্লাশি চলছে। 
সংবাদ সংস্থা জানিয়েছে মণিপুরের থেকে একটি বিমানে ছাব্বিশ বছরের এক যাত্রী কলকাতা বিমানবন্দরে পৌঁছান। এই উড়ানে সেই যুবকের মুম্বাই যাওয়ার কথা ছিল। নিরাপত্তা তল্লাশির সময় এই যাত্রী বিমানে বোমা রয়েছে বলে দাবি করেন। তল্লাশির পাশাপাশি এই যাত্রীকে আটক করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment