হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট (১২৩৬৩/১২৩৬৪) এক্সপ্রেসের কোচ বাড়ানো হল। আগের কোচ সংখ্যার হিসেবে বাড়ল মাত্র ৪টি কোচ।
৬ জুন কলকাতা থেকে এবং ৭ জুন হলদিবাড়ি থেকে যাত্রার সময় এই বর্ধিত কোচ যুক্ত হবে বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। মালিগাঁওয়ের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। নতুন সময়সূচি অনুযায়ী, জেনারেল চেয়ারকার ১ থেকে বেড়ে হয়েছে ৪টি, এ সি থ্রি-টায়ার ৩ থেকে বেড়ে ৪টি এবং স্লিপার কোচ ২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫টি। এসি চেয়ারকার ছিল ১টি, তা একই থাকছে। তবে সংরক্ষিত নন-এসি চেয়ারকার ১১টি থেকে কমিয়ে ৮টি করা হয়েছে। সব মিলিয়ে আগে যেখানে মোট ২০টি কোচ ছিল, এখন তা বেড়ে হয়েছে ২৪টি।
শুধু হলদিবাড়ি নয়, কলকাতা-বালুরঘাট (১৩১৬১/১৩১৬২) ট্রেনেও বাড়ানো হয়েছে কোচ।
এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। বিশেষ করে জলপাইগুড়ি, শিলিগুড়ি ও হলদিবাড়ির মানুষের মধ্যে স্বস্তির হাওয়া বইছে।
কাজের সূত্রে প্রায় প্রত্যেক দিনই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বহু মানুষকে যাতায়াত করতে হয়। ট্রেন সংখ্যা এবং কোচ সংখ্যা সীমিত থাকায় সেই যাত্রা কঠিন। প্রতিদিন যাত্রীদের ভিড়ে দাঁড়িয়ে যাত্রা করতে হয়।
তবে যাত্রীরাই বলছেন, শুধু ট্রেনের কামরা বাড়িয়ে সমস্যার সমাধান করা যাবে না। জলপাইগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে এনজেপি স্টেশনের ভার কমিয়ে জলপাইগুড়ি শহরের জলপাইগুড়ি স্টেশন ও শহর সংলগ্ন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতা, দিল্লি ও দক্ষিণ ভারতগামী ট্রেন চালুর দাবি অবিলম্বে পূরণ করার দাবি জানিয়েছেন সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার।
Haldibari-Kolkata
কোচ বাড়ল হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্টের

×
Comments :0