২২ দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেলেন হুগলির, বিএসএফ জওয়ান পুর্ণম কুমার সাউ। বুধবার তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন তিনি।
জওয়ান পুর্ণম কুমার সাউ এর ফেরার খবর শুনে খুশিতে ফেটে পড়েছে পরিবারের মানুষজন। মিষ্টিমুখ করছেন পরিবারের প্রত্যেকটি মানুষ। পাকিস্তানের হাতে বন্দী হওয়ার পর ছেলের চিন্তায় যখন কাতর হয়ে পড়েছিলেন মা, সেই মায়ের মুখেই দেখা গেল খুশির ছোঁয়া।
পরিবারের মানুষজন জানান সকলেই যখন খবরটা পেয়েছি তখন থেকে নিজেদেরকে আর ধরে রাখতে পারছি না। বাড়ির ছেলে বাড়ি ফিরছে এই আনন্দই মিষ্টিমুখ চলছে।
বিএসএফ সূত্রে জানা গেছে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে আটারি-ওয়াঘা সীমান্তে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউকে পাকিস্তান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ২৩ এপ্রিল রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটি চলাকালিন কনস্টেবল পূর্ণম কুমার সাউ অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন এবং পাক রেঞ্জার্স তাকে আটক করেন।
পরবর্তী যে পাকিস্তান রেঞ্জার্সের সাথে নিয়মিত ফ্ল্যাগ মিটিং এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিএসএফের ধারাবাহিক প্রচেষ্টার ফলে বিএসএফ কনস্টেবলকে ফেরানো সম্ভব হয়েছে।
Comments :0