ভারতীয় ফুটবল মরশুম শেষ হওয়ার পর বেজে গেছে দলবদলের দামামা । গত কয়েকবছরের পারফরম্যান্স জেরেই কোমরবেঁধে নেমেছে লাল হলুদ। একসময়ে তাদের দলে খেলে যাওয়া এডমান্ড ফিরতে চলেছেন ইস্টবেঙ্গলে। বুধবার তার বর্তমান দল ইন্টার কাশি থেকে সরকারিভাবে তার ক্লাব ছাড়ার কথা জানানো হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে তিনি যাচ্ছেন ইস্টবেঙ্গলেই । কোচ অস্কার ব্রুজন নিজের মতন করেই দল গঠন করছেন। বেশ কিছুদিন আগে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার বিভাস আগরওয়াল শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন ' শেষ মরশুমটা আমাদের ভালো যায়নি। ডিয়ামেনটেকস একজন খুব ভালো খেলোয়াড় । ও নিজেও ওর পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নয় । ও জানে যে কিভাবে উন্নতি করতে হবে। তাই আমরা আশাবাদী '। ইস্টবেঙ্গল মিডফিল্ডে সৃজনশ্রীলতার অভাবেই ভুগেছে গোটা মরশুম। তাই এডমান্ডের সঙ্গে বিপিনকেও দলে নিয়েছে তারা। বিষ্ণুর সঙ্গে বিপিন এসে যাওয়ায় দুই উইংয়ে কিছুটা স্বস্তি ফিরবে দলে। অস্কারের লক্ষ্য রক্ষণভাগে দুই বিদেশী , মিডফিল্ডে একজন বিদেশিকে নেওয়া। স্ট্রাইকারে মেসি বাউলির সঙ্গে থাকবেন ডিয়ামেনটেকস। এই মরশুমে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যেই সবার আগে দল গোছানো শুরু করেছে ইস্টবেঙ্গল দল।
East Bengal
এডমান্ডের প্রত্যাবর্তন লালহলুদে
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0