আগামী মরশুমেও নর্থইস্ট ইউনাইটেডেই থাকছেন আলাদিন আজাইরে। নর্থইস্টের পক্ষ থেকে সরকারিভাবে একথা জানিয়ে দেওয়া হল। এই মরশুমে ২৩ গোল করে আইএসএলের গোল্ডেন বুটের সঙ্গে পেয়েছেন প্রতিযোগিতার সেরা গোল্ডেন বলের পুরস্কারও। আলাদিনকে পেতে ঝাঁপিয়ে ছিল আইএসএলের বেশ কয়েকটি দল। এরপরেই নিজের অভিব্যক্তি প্রকাশ করে আলাদিন জানিয়েছেন ' এখানে আমি খুব খুশি । নর্থইস্ট আমার বাড়ির মতন । এখানকার প্লেয়ার্স , সাপোর্ট স্টাফরাই আমার প্রথম সফল মরশুমের কারণ '। তিনি আরো বলেছেন ' আমি আত্মবিশ্বাসী যে আমরা একসঙ্গে আরো অনেক কিছুই অর্জন করতে পারব'। এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি হয়ে নর্থইস্টকে ডুরান্ড কাপ দেওয়া কোচ জুয়ান পেড্রো বলেছেন ' আমরা সকলেই খুশি যে আলাদিন আমাদের সঙ্গেই থাকছে । তার প্রভাব আমাদের মাঠের ভিতর এবং বাইরেও একটা উদাহরণ সৃষ্টি করছে । ও একজন সত্যিকারেরই আদর্শ চরিত্র । আমি অপেক্ষা করে রয়েছি আরো একটা সফল মরশুম কাটানোর জন্য '।
aladin ajaire stays with northeast united fc
আলাদিন থাকছেন নর্থইস্টেই

×
Comments :0