উৎসবে অনুভবে
মুক্তধারা
কবিতা
দুর্গাপুজোর আলো আঁধারে
-------------------------
সোমনাথ সরকার
-------------------------
২ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
শিউলি ফুল ফুটল যেই ,গন্ধ আনে বাতাস;
মা দুর্গার আসার আশায়,কাশফুলেদের উল্লাস।
ঢাকের কাঠির শব্দ শুনে,মাতে ছেলেমেয়ে;
নীল আকাশে মায়ের আঁচল,ফেলছে মেঘ ছেয়ে।
দেখতে দেখতে চারটি দিন,কাটবে জোর হুল্লোড়ে;
আলোর মাঝে নিকষ আঁধার,ধরা দেবে জোড়ে।
মা,তোমায় সামনে রেখে,চারদিন চলবে মোচ্ছব;
চর্ব্য, চোষ্য, লেহ্য, পেয়,খেয়ে বাড়বে গৌরব।
কত লোক থাকবে না খেয়ে,শিশুরা বস্ত্রহীন;
চাঁদার জুলুম নিত্য সঙ্গী,জীবন করবে মলিন।
মা দুর্গার গেছে গা সয়ে,চিন্তা শিবের জন্য;
এই ক'দিন রাঁধবে কে কি,ভেবে সে বিপন্ন।
মানুষ যদি ফুর্তি চায়,নয় চিত্তশুদ্ধি;
মা দুর্গার গেছেই বয়ে,খুলবে কেন বুদ্ধি?
পুজো মস্ত ব্যবসা এখন,থিম,স্পনসরের চালে;
জাগা ঘুম ভাঙিয়ে মা ঠিক,উঠবে জেগে কালে!
Comments :0