Shootout at Kolkata

ফের খাস কলকাতায় শুটআউট

কলকাতা

বরিবার মহালয়ার সকাল থেকে উৎসবের কেনা কাটায় কলকাতায় রয়েছে মানুষের সমাগম। উৎসবের আমেজের মধ্যে বেলা ১২টা নাগাদ কলকাতার চারু মার্কেট এলাকায় গুলি চলল। একটি জিমে ঢুকে গুলি চালাল দুষ্কৃতীরা। জিমের মালিককে খোঁজ করে গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও সেই সময় জিমের মালিক ঘটনাস্থলে ছিলেন না। গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য জিম চলছিল। দুষ্কৃতীরা এসে মালিকের খোঁজ করে তাঁকে না পেয়ে পরপর ২-৩ রাউন্ড গুলি চালিয়ে বাইকে চেপে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের মাথায় হেলমেট ও রেনকোট পরা ছিল। গুলি চালিয়ে চম্পট দেয়। ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। এই খবর লেখা প্রর্যন্ত খোঁজ পাওয়া যায়নি দুষ্কৃতীদের। জিমের মালিককে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করছে পুলিশ।

Comments :0

Login to leave a comment