এদিন ম্যাচের ৮ মিনিটে নীরজ ভাণ্ডারির গোলে এগিয়ে যায় দিল্লী। প্রথমার্ধের ফলাফল ছিল ১-০। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে নরহরি শ্রেষ্ঠর গোলে সমতা ফেরায় বাংলা। ম্যাচের ৬১ মিনিটে আবার গোল নরহরির এবং বাংলা লিড নেয় ২-১ ব্যাবধানে। কিন্তু ম্যাচের ৭২ মিনিটে গৌরব রাওয়াতের গোলে সমতায় ফেরে দিল্লী। এরপর আর কোনো গোল হয়নি।
ম্যাচ শেষে বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, ‘‘আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। আমাদের আরও উন্নতি করতে হবে’’। বাংলার পরবর্তী ম্যাচ ১৩ই ফেব্রুয়ারী। সেই ম্যাচে সার্ভিসেসের মুখোমুখি হবেন নরহরি শ্রেষ্ঠরা।
মন্তব্যসমূহ :0