গণনার প্রাথমিক পর্যায়ে নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি জোট। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় ৩০ টি আসনে এগিয়ে রয়েছে এনডিপিপি। ২০ টি তে বিজেপি। এনপিএফ এগিয়ে রয়েছে ৯টি আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে।
ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসন জিতেছে বিজেপি।
নাগাল্যান্ডে বিজেপি জোটের পক্ষেই জয়ের পূর্বাভাস ছিল। উত্তর পূর্বের তিন রাজ্যে নির্বাচন হয়েছে। ত্রিপুরায় নির্বাচন হয়েছে ১৬ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হয় মেঘালয় ও নাগাল্যান্ডে। একমাত্র নাগাল্যান্ডেই বিজেপি সুবিধা করতে পেরেছে আঞ্চলিক দল এনডিপি’র সহায়তায়।
মন্তব্যসমূহ :0