Bihar

প্রথম দফা মনোনয়নের শেষ দিনে শক্তি প্রদর্শন বিজেপির

জাতীয়

বিহারে প্রথম দফা নির্বাচনের মনোনয়নের শেষ দিনে শক্তি প্রদর্শনের বিজেপি। অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বিভিন্ন বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি এদিন মনোনয়ন গুলোয় থাকবেন বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। 
বৃহস্পতিবার পাটনায় পৌঁছিয়েছেন অমিত শাহ। দলের নেতাদের সাথে বৈঠক করেছেন তিনি। এদিন তারাইয়া এবং আমনাউরে দুটি জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অমিত শাহের কাছে জানতে চাওয়া হয় এনডিএ ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন, শাহ উত্তরে জানিয়েছেন নির্বাচীত প্রতিনিধিরা তাদের মধ্যে থেকে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। তবে নীতিশের নেতৃত্বে বিহারে এনডিএ এই নির্বাচনে লড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 
আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারে দুই দফায় বিধানসভা নির্বাচন। ফলাফল ঘোষণা ১৪ নভেম্বর। ইন্ডিয়া এবং এনডিএ দুইপক্ষ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

Comments :0

Login to leave a comment