সিপিআই(এম)‘র নির্বাচিত পঞ্চায়েত সদস্যের জমানো ভাতার টাকায় এবং গ্রামের মানুষের উজাড় হস্তে দেওয়া সাহায্যে সংস্কার করা হলো গুরুত্বপূর্ণ একমাত্র গ্রামপথ।
কাটোয়া দুই ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের একমাত্র গ্রামপথটি দীর্ঘদিন ধরে চলার অযোগ্য। এই গ্রামে বাস করেন কয়েকশো ঘর মানুষ অথচ গ্রাম পঞ্চায়েত থেকে তাঁদের একমাত্র যোগাযোগের এই রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি ইচ্ছাকৃতভাবে কেননা এই গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন সিপিআই(এম) মনোনীত প্রার্থী। তৃণমূলের কাছে এটা বিষ্ণুপুর গ্রামের মানুষের "অপরাধ"। দীর্ঘদিন ধরেই চলার অযোগ্য গ্রামের এই একমাত্র রাস্তার জন্য গ্রামের মানুষরা একজোট হয়ে বারবার ডেপুটেশন দিয়েছেন পঞ্চায়েতে, এমনকি পঞ্চায়েত বোর্ড মিটিংয়ে এই গ্রামপথ সংস্কারের জন্য দাবি তুলেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সদস্য বারবার কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এবং পঞ্চায়েত প্রধান এ বিষয়ে নীরব ভূমিকা পালন করেছে। এই প্রেক্ষিতে সিপিআই(এম) কাটোয়া ২ এরিয়া কমিটির পক্ষ থেকে গত কয়েকদিন ধরে গোটা গ্রামে ঘুরে ওই রাস্তা সংস্কারের জন্য গ্রামের মানুষের কাছে অর্থ সংগ্রহ করা হয়। গ্রামের মানুষ নিজের-নিজের সামর্থ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। এছাড়া ঐ গ্রাম থেকে সিপিআই(এম)-এর প্রতীকে নির্বাচিত সদস্য তাঁর বেশ কয়েক মাসের প্রাপ্ত ভাতা জমিয়ে সেটাও তুলে দেন এই রাস্তা সংস্কার তহবিলে।
বুধবার সকাল থেকে গ্রামের মানুষ শ্রমদান করেন এই রাস্তা সংস্কারের জন্য। এর পাশাপাশি এই রাস্তা সংস্কারের জন্য অন্য গ্রাম থেকে দক্ষ শ্রমিক যাঁরা আসেন তাঁরাও তাঁদের মজুরি নেন নামমাত্র। ইট বালি ইত্যাদি দিয়ে সারাদিন কাজ করে রাস্তার সংস্কার চলে। এভাবে সিপিআই(এম) এক বিকল্প হাজির করল সাধারণ মানুষের সামনে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘদিনের এক সমস্যার আপাতত সমাধান করা গেল বলে জানিয়েছেন সিপিআই(এম) কাটোয়া ২ এরিয়া সম্পাদক অনিন্দ্য মন্ডল।
Comments :0